এসএসসি ও দাখিল পরীক্ষার সময়সূচি ২০২১ প্রকাশিত – রুটিন দেখুন ও ডাউনলোড করুন, দাখিল পরীক্ষার নতুন রুটিন, SSC পরীক্ষার রুটিন 2021 প্রকাশঃ ২০২১ সালের এসএসসি ও মাদ্রাসা বোর্ডের দাখিল পরীক্ষার সময়সূচী প্রকাশিত হয়েছে। প্রকাশিত সময়সূচী অনুযায়ী ২০২১ সালের এসএসসি ও দাখিল পরীক্ষা আগামী ১৪ নভেম্বর ২০২১ তারিখ থেকে শুরু হবে।
সময়সূচী অনুযায়ী পরীক্ষা সকাল ১০ টা থেকে ১১.৩০ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে অবশ্যই কেন্দ্রে উপস্থিত হয়ে আসনে বসতে হবে। এসএসসি ও সমমান পরীক্ষার রুটিন ২০২১ আপনাদের সুবিধার্থে নিচে তুলে দেওয়া হলোঃ
এসএসসি ও দাখিল পরীক্ষার সময়সূচি ২০২১ প্রকাশিত – রুটিন দেখুন ও ডাউনলোড করুন
এসএসসি পরীক্ষার সময়সূচি ২০২১
দাখিল পরীক্ষার সময়সূচি ২০২১
বিশেষ নির্দেশনাবলি:
- কোভিড ১৯ অতিমারির কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে।।
- পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে।
- পরীক্ষার সময় ১ ঘন্টা ৩০ মিনিট
- MCQ এবং CQ উভয় অংশের পরীক্ষার মধ্যে কোন বিরতি থাকবে না।
- পরীক্ষার্থীদেরকে তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের নিকট হতে পরীক্ষা আরম্ভের কমপক্ষে ৩দিন পূর্বে সংগ্রহ করতে হবে।
- ২০১৭-২০১৮, ২০১৮-২০১৯ ও ২০১৯-২০২০ সেশনের পরীক্ষার্থীদের ক্ষেত্রে শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা (১৪২) এবং ক্যারিয়ার শিক্ষা (১৪৫) বিষয়সমূহ এনসিটিবি এর নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্তনম্বর শিক্ষা প্রতিষ্ঠানসমূহ সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে।
- প্রতিষ্ঠান নিজ নিজ পরীক্ষার্থীর ব্যবহারিক খাতা (নােট বুক) এর নম্বর প্রদান করে নম্বরসমূহ ২৮/১১/২০২১ তারিখের মধ্যে সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে। সংশ্লিষ্ট কেন্দ্র ব্যবহারিক খাতা (নােট বুক) এর নম্বরের সাথে ধারাবাহিক মূল্যায়নের প্রাপ্তনম্বর বাের্ডের ওয়েবসাইট {WWW.ebmeb.gov.bd) থেকে eCIS-Center Information System এর মাধ্যমে অনলাইনে প্রেরণ করবেন।
- পরীক্ষার্থীগণ তাদের নিজ নিজ উত্তরপত্রের (OMR ফরমে তার রােল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোন অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না।
- পরীক্ষার্থীকে সৃজনশীলরচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনী ও ব্যবহারিক খাতা (নােট বুক) এর নম্বরের অংশে পৃথকভাবে পাস করতে হবে।
- প্রত্যেক পরীক্ষার্থী কেবল রেজিস্ট্রেশন ও প্রবেশপত্রে বর্ণিত বিষয়/বিষয়সমূহে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। কোন অবস্থাতেই ভিন্ন বিষয়ের – পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না ।
- পরর্থগণ পরীক্ষায় সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে এবং এনালগ ঘড়ি সাথে রাখতে পারবে। প্রোগ্রামিং ক্যালকুলেটরব্যবহার করতে পারবে না ।
- কেন্দ্রসচিব ব্যতীত অন্য কোন ব্যক্তি পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মােবাইল ফোন আনতে এবং ব্যবহার করতে পারবেন না। কেন্দ্রসচিব যােগাযােগের | স্বার্থে ফিচার ফোন (স্মার্ট ফোন ব্যতীত) ব্যবহার করতে পারবেন।
- সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) ও বহুনির্বাচনী পরীক্ষায় পরীক্ষার্থীর উপস্থিতির জন্য এই স্বাক্ষরলিপি ব্যবহার করতে হবে ।
- পরীক্ষার ফল প্রকাশের ০৭ (সাত) দিনের মধ্যে পুন:নিরীক্ষার জন্য অনলাইনে SMS এর মাধ্যমে আবেদন করা যাবে।
Our Website: career.scholarshipcircular.com
You can also check our scholarshipcircular.com Website to get scholarships info.