আদমশুমারি প্রজেক্টের জন্য প্রায় ৬ লাখ নিয়োগ বিজ্ঞপ্তি

আদমশুমারি প্রজেক্টের জন্য প্রায় ৬ লাখ নিয়োগ বিজ্ঞপ্তি, বাংলাদেশ আদমশুমারি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১,সরকার কর্তৃক প্রকাশিত হয়েছে। আদমশুমারি ২০২১ নিয়োগ বিজ্ঞপ্তি ২-৮ জানুয়ারি ৬ষ্ঠ জনশুমারি। দেশের ৪ লাখ তরুণ/ তরুণী প্রোজেক্ট এ কাজ করতে পারবেন।দেশের সরকার মনে করে যে আমাদের দেশে তরুণ ও শক্তিশালী মানুষ উজ্জ্বল সাফল্যের মূল চাবিকাঠি।  বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো 2021 কর্তৃক বাস্তবায়নাধীন ‘জনশুমারি ও গৃহগণনা ২০২১’ এর  লিস্টিং  অপারেশন এবং মূল শুমারির গণনাকার্যক্রমে ‘তালিকাকারী/গণনাকারী ও সুপারভাইজার’ পদে নিয়োগের মাধ্যমে গঠনের লক্ষ্যে নিম্ন বর্ণিত শর্তে সকল জেলায় স্থায়ীভাবে বসবাসকারী বেকার যুব/যুব মহিলা এবং ছাত্র/ছাত্রীদের নিকট হতে আদমশুমারীর আবেদনের দরখাস্ত আহবান করা যাচ্ছে।

নিজস্ব স্মার্ট ফোন থাকতে হবে এবং চালনায় দক্ষ হতে হবে।স্মার্টফোনের এন্ড্রয়েড ভার্সন ৬.০ বা তদুর্ধ হতে হবে। স্মার্টফোনের ডিসপ্লে নূ্ন্যতম ৫.০(পাঁচ) ইঞ্চি হতে হবে।সহজে বোধগম্য হাতের লেখার অধিকারী হতে হবে।পূর্ববর্তী কোন শুমারিতে সুপারভাইজার হিসেবে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেয়া হবে।

সরকারি ও বেসরকারি সকল নতুন জব সার্কুলার সম্পর্কিত তথ্য পেতে, আপনি আমাদের ওয়েবসাইট career.scholarshipcircular.com ভিজিট করতে পারেন ।  আপনি যদি এই চাকুরির জন্য আবেদন করতে চান তবে আপনাকে নিচের দেয়া সময়সীমার মধ্যে আবেদন জমা দেওয়া উচিত। এর সকল তথ্য ও বিস্তারিত নিম্নে প্রদান করা হলঃ

আদমশুমারি নিয়োগ সংখ্যাঃ ০৫ লক্ষ বেকার যুবক ।
 
পদের নামঃ সুপারভাইজার
শিক্ষা গত যোগ্যতাঃ স্নাতক পাশ ।
বয়স সীমাঃ ২৩ – ৪০ বছর ।
প্রয়োজনীয়তাঃ একটি স্মাট ফোন , ৫” ডিসপ্লে হতে হবে
বেতনঃ ৮৫০০/- টাকা
 
পদের নামঃ আদমশুমারি গণনাকারী
শিক্ষা গত যোগ্যতাঃ  এইসএসসি সমমান পাশ ।
বয়স সীমাঃ ১৮ – ৩৫ বছর ।
প্রয়োজনীয়তাঃ একটি স্মাট ফোন , ৫” ডিসপ্লে হতে হবে ।
বেতনঃ ৮০০০/- টাকা

আদমশুমারি প্রজেক্টের জন্য প্রায় ৬ লাখ নিয়োগ বিজ্ঞপ্তি

আদমশুমারি প্রজেক্টের জন্য প্রায় ৬ লাখ নিয়োগ বিজ্ঞপ্তি

 

 

আদমশুমারি প্রজেক্টের জন্য প্রায় ৬ লাখ নিয়োগ বিজ্ঞপ্তি

আদমশুমারি প্রজেক্টের জন্য প্রায় ৬ লাখ নিয়োগ বিজ্ঞপ্তি

Our Website: career.scholarshipcircular.com

You can also check our scholarshipcircular.com Website to get scholarships info.

About career-scholarship

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *