অ্যামেরিকা DV-2022 লটারি প্রোগ্রামে অনলাইনে আবেদন করুন।
আবেদন করতে ও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
প্রতিষ্ঠানের দাতা নাম | প্রাথমিক শিক্ষা অধিদপ্তর |
পরীক্ষা পদ্ধতি | এমসিকিউ (MCQ) |
মান | ৮০ |
ধাপ | (৩য়) দ্বিতীয় |
জেলা | ৩০ টি আংশিকসহ |
পরীক্ষার তারিখ | ০৩ জুন, ২০২২ |
২য় পর্বের MCQ পরীক্ষার মোট প্রার্থী | ৪২৭৯৭৩ জন |
পরীক্ষার সময় | ১১ টা থেকে ১২ টা পর্যন্ত |
Govt. Primary School Assistant Teacher Job Exam Previous year Question paper & solution is also available on our website. So, if you are a candidate for the Govt. The primary School assistant teacher exam will be helpful to you. So visit our website regularly to check all the new and previous question solutions of primary School. Primary Assistant Teacher Exam Question Solution 2022 has been given bellow:
Primary 3rd phase question solution 2022 (MCQ Answer) Exam – 3rd June
আমেরিকান ডিভি লটারিতে ১৮-৪০ বছর বয়সীদের জন্য ২০২২/২৩ এ বাংলাদেশ থেকে আবেদন শুরু হয়েছে! বাড়ি বসে নিজেই আবেদন ফর্ম পূরণ করুন। আবেদন করতে চাইলে নিচের DV Apply Now তে ক্লিক করুন।
DV Lottery Apply Now
কানাডায় চাকরির জন্য বাংলাদেশ থেকে আবেদন শুরু হয়েছে!! আবেদনের লিঙ্ক পেতে নিচের লিঙ্কে ক্লিক করুন https://career.scholarshipcircular.com/canada-work-permit-visa-2021/
Exam Date: 03 June 2022
কানাডা ভিসার আবেদন করুন এই লিঙ্ক থেকেঃ canada-visa Apply Link
প্রাথমিক নিয়োগের তৃতীয় ধাপে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪২৭৯৭৩। কেন্দ্রের সংখ্যা ৬৫২টি।
প্রাথমিক নিয়োগের তৃতীয় ধাপে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪২৭৯৭৩। কেন্দ্রের সংখ্যা ৬৫২টি।
ক. ১০৫ খ. ১০৮ গ. ৯০ ঘ. ১০০ উ. ক
৭। ‘তাজা মাছ’ কোন বিশেষণ?
ক. রুপবাচক খ. অংশবাচক গ. অবস্থাবাচক ঘ. গুণবাচক উ. গ
৮। একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ৬:৮:১০ হলে বৃহত্তম কোণের পরিমাণ কত ডিগ্রী?
ক. ৫৫ খ. ৬৫
গ. ৭৫ ঘ. ৪৫ উ. গ
৯। নিচের কোণ ভগ্নাংটি ছোট?
ক. ২৫ খ. ৪৯ গ. ১৩ ঘ. ৩৭ উ. গ
১০। মুক্তিযুদ্ধকালে জর্জ হ্যারিসন আয়োজিত কনসার্টের নাম কি ছিল?
ক. কনসার্ট ১৯৭১ খ. কনসার্ট ফর বাংলাদেশ
গ. কান্ট্রি কনসার্ট ঘ. লিবারেশন কনসার্ট উ. খ
১১। ভাজক ৭৮, ভাগফল ২৫ এবং ভাগশেষ ভাজকের এক-তৃতীয়াংশ। ভাজ্য কত?
ক. ১৯৭৮ খ. ১৯৭০ গ. ১৯৮০ ঘ. ১৯৭৬ উ. ঘ
১২। দুটি সংখ্যার অর্ধেকের যোগফল ৪০। তাদের পার্থক্যের এক চতুর্থাংশের সমান ১৮। ছোট সংখ্যাটি কত?
ক. ৪ খ. ৮০ গ. ৭৮ ঘ. ১২ উ. ক
১৩। Which one is the correct passive form of “Who will do the work?”
ক. Who will be done the work?
খ. By whom will the work be done?
গ. By whom the work will be done?
ঘ. Who will done the work? উ: খ
১৪। ‘এ বিশ্বকে এ-শিশুর বাসযোগ্য করে যাব আমি- নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার’। পঙতিটির রচয়িতা কে?
ক. সুকান্ত ভট্টাচার্য খ. কাজী নজরুল ইসলাম
গ. শামসুর রাহমান ঘ. জীবনানন্দ দাশ উ. ক
১৫। What is the adjective form of the word `People’?
ক. Popularity খ. Popularize
গ. Populous ঘ. Popular উ. গ
১৬। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণ কয়টি?
ক. ৮ খ. ৯ গ. ৬ ঘ. ৭ উ. ক
১৭। ৭৫ তম কান চলচ্চিত্র উৎসবে নিচের কোন চলচ্চিত্রটির ট্রেলার উদ্বোধন করা হয়?
ক. টুঙ্গিপাড়ার মিয়া ভাই খ. চিরঞ্জীব মুজিব
গ. মুজিব একটি জাতির রূপকার ঘ. ছিটমহল উ. গ
১৮। A person who was before another person refers to—-.
ক. contemporary খ. superior গ. successor ঘ. predecessor উ: ঘ
১৯। দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার অংকদ্বয়ের সমষ্টি ৯। অংকদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা হতে ২৭ বেশি। সংখ্যাটি কত?
ক. ৮১ খ. ৪৫ গ. ২৭ ঘ. ৩৬ উ. ঘ
২০। The study of plants—-
ক. Biology খ. Plantation গ. Biography ঘ. Botany উ. ঘ
২১। ২০ ফুট একটি বাঁশ এমনভাবে কেটে দু’ভাগ করা হলো যেন ছোট অংশ বড় অংশের দুই তৃতীয়াংশ হয়, ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট?
ক. ১০ খ. ৬ গ. ৭ ঘ. ৮ উ. ঘ
২২। ব্যাকরণের কাজ কী?
ক. ভালো বক্তা তৈরি করা খ. নতুন ভাষা তৈরি করা
গ. দ্রুত পড়া ও লেখা শেখানো ঘ. ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা করা উ. ঘ
২৩। ‘শুক্রবার বিদ্যালয় বন্ধ থাকে’ বাক্যে ‘বিদ্যালয়’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্মে শুন্য খ. অপাদানে শুন্য
গ. অধিকরণে শুন্য ঘ. কর্তায় শুন্য উ. ক
২৪। কম্পিউটারের সঙ্গে লাগানো প্রিন্টার কী হিসেবে কাজ করে?
ক. হাব খ. রিসোর্স গ. সার্ভার ঘ. অ্যাডস্টার উ. খ
২৫। ‘স্টপ জেনোসাইড’ প্রামাণ্য চলচ্চিত্রের মূল বিষয়বস্তু–
ক. আগরতলা মামলা খ. ভাষা আন্দোলন
গ. মুক্তিযুদ্ধ ঘ. গণ অভ্যুত্থান উ. গ
২৬। কোন সালে প্রভাতফেরীতে সর্বপ্রথম ‘একুশের গান’ আমার ভাইয়ের রক্তে—
ক. ১৯৫৪ খ. ১৯৫৯ গ. ১৯৬২ ঘ. ১৯৫২ উ. ঘ
২৭। এক খন্ড ‘প্লাটিনাম ও ইরিডিয়ামের তৈরি রড’ এর দৈর্ঘ্য এক মিটার হিসেবে স্বীকৃত। এটি কোন মিউজিয়ামে রক্ষিত আছে?
ক. শিকাগো আর্ট মিউজিয়াম খ. প্যারিস মিউজিয়াম
গ. ব্রিটিশ মিউজিয়াম ঘ. কায়রো মিউজিয়াম উ. খ
২৮। এক নটিকেল মাইল সমান কত ফুট?
ক. ৫০৮০ খ. ৬০৮০ গ. ৭০৮০ ঘ. ৪০৮০ উ. খ
২৯। “;দ্বীপ” এর ব্যাসবাক্য-
ক. দুদিকে অপ যার খ. দ্বীপের মত
গ. চার দিকে জল যার ঘ. দুদিকে আবদ্ধ জল যার উ. ক
৩০। ‘পাছে লোকে কিছু বলে’ কবিতা পাঠকের মনে কোন আচরণের উদ্রেক ঘটায়?
ক. সংকোচ খ. পরোপকারিতা গ. সাহসিকতা ঘ. ভয়হীনতা উ. ক
৩১। What is the synonym of ‘Competent’?
ক. Capable খ. Prudent গ. Circumspect ঘ. Discreet উ: ক
৩২। কোন শব্দটির বানান সঠিক?
ক. দোষণীয় খ. দূষণীয় গ. দুষনীয় ঘ. দোষনীয় উ. খ
৩৩। ‘পন্ডিতমূর্খ’ পদটির ব্যাসবাক্য নিচের কোনটি?
ক. জ্ঞান থাকতেও যিনি মূর্খ খ. পান্ডিত্যে যিনি মূর্খ
গ. পন্ডিত হয়েও যিনি মূর্খ ঘ. পান্ডিত্যের দ্বারা যিনি মূর্খ উ. গ
৩৪। ‘সিএনজি’ পাম্প থেকে গাড়িতে যে গ্যাস পূর্ণ করা ঞয় তা মূলত: —
ক. নাইট্রোজেন খ. আর্গন গ. মিথেন ঘ. প্রোপেন উ.
৩৫। The Antonym of the word ‘awesome’ —
ক. majestic খ. disgusting গ. grand ঘ. উ: খ
৩৬। কোন সংখ্যার বর্গমূলের সাথে ২০ যোগ করলে যোগফল ৫ এর বর্গ হবে?
ক. ৩০ খ. ১৮ গ. ২০ ঘ. ২৫ উ. ঘ
৩৭। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত উড়ালপথে মেট্রোরেলের দূরত্ব কত কি.মি.?
ক. ২০.১০ খ. ২০.৫০ গ. ২৫ ঘ. ২৫.১০ উ. ক
৩৮। Which is the verb of the word ‘Ability’?
ক. Ableness খ. Able গ. Ably ঘ. Enable উ: ঘ
৩৯। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণে ‘RTC’ এর পূর্ণরূপ কী?
ক. Round Table Conference
খ. Royal Technical Committee
গ. Rawalpindi Technical Committee
ঘ. Road and Transport Corporation উ. ক
৪০। What is the adjective of the word ‘Heart’?
ক.Heartful খ. Heart গ. Hearten ঘ. Heartening উ: ঘ
৪১। একটি কবিতা পড়া হবে, তার জন্যে কী ব্যাকুল প্রতীক্ষা মানুষের: “কখন আসবে কবি?” “কখন আসবে কবি?” পঙক্তিটির রচয়িতা কে?
ক. নির্মলেন্দু গুণ খ. শামসুর রাহমান
গ. ফরহাদ মজহার ঘ. রুদ্র মুহম্মদ শহীদুল্লা উ. ক
৪২। পৃথিবীর প্রাকৃতিক সৌরপর্দা হিসেবে অভিহিত করা হয় কোন স্তরকে?
ক. স্ট্রাটোস্ফিয়ার খ. আয়োনোস্ফিয়ার
গ. ট্রপোস্ফিয়ার ঘ. ওজোনস্ফিয়ার উ. ঘ
৪২। পৃথিবীর প্রাকৃতিক সৌরপর্দা হিসেবে অভিহিত করা হয় কোন স্তরকে?
ক. স্ট্রাটোস্ফিয়ার খ. আয়োনোস্ফিয়ার
গ. ট্রপোস্ফিয়ার ঘ. ওজোনস্ফিয়ার উ. ঘ
৪৩। গ্রীষ্মের বিকেলে আপনি হাঁটতে বের হয়েছেন। বের হওয়ার সময় সূর্য আপনার সামনে ছিল। কিছুক্ষণ পরে আপনি বামদিকে ঘুরলেন, কয়েক মিনিট পরে আপনি ডানদিকে ঘুরলেন। এখন আপনার মুখ কোনদিকে?
ক. পূর্ব খ. পশ্চিম গ. উত্তর ঘ. দক্ষিণ উ. খ
৪৪। ‘তামার বিষ’ কথাটির অর্থ-
ক. বিষের কষ্ট খ. অর্থের কু প্রভাব
গ. বিষাক্ত তামা ঘ. অহংকার উ. খ
৪৫। ল্যাটিন ভাষায় ‘সেন্টি’ অর্থ কী?
ক. সহস্রাংশ খ. পঞ্চমাংশ গ. দশমাংশ ঘ. শতাংশ উ. ঘ
৪৬। Which one is similar to Adult:Child
ক. Horse:Mare খ. Cat:Kitten
গ. Swine:Saw ঘ. Human:Animal উ: খ
৪৭। ‘একাত্তরের দিনগুলি’ কার রচিত?
ক. হাসান আজিজুল হক খ. সৈয়দ শামসুল হক
গ. হুমায়ুন আজাদ ঘ. জাহানারা ইমাম উ. ঘ
৪৮। আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী ২০২২ সালে মে মাসে চতুর্থ সপ্তাহে বৃষ্টি হয়েছে মোট ৫ দিন। ঐ সপ্তাহে রবিবারে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত?
ক. ৫৭ খ. ২৭ গ. ১৭ ঘ. ১ উ. খ
৪৯। উ: গ
৫০। ভালো কোলেস্টেরল নিচের কোনটিকে বলা হয়?
ক.এমডিএল খ. টিডিএল গ. এলডিএল ঘ.এইচডিএল উ. ঘ
৫১। “বাউল গানকে” হেরিটেজ অব হিউম্যানিটি বলে স্বীকৃতি দিয়েছে-
ক. ইউনেস্কো খ.ইউনিসেফ গ.ইউএনডিপি ঘ.ইউএনএফপিএ উ: ক
৫২। “সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই”- চরণটির রচয়িতা-
ক. বৃন্দাবন দাস খ. চন্ডীদাস গ. গোবিন্দদ দাস ঘ. মুকুন্দ দাস উ. খ
৫৩। “খন্ড প্রলয়” প্রবাদটির প্রয়োগিক অর্থ
ক. ভয়ংকর ঘটনা খ. মহা বড় ঝাপটা
গ. তুমুল কাণ্ড ঘ. কথা কাটাকাটি উ. গ
৫৪। ‘সকল ক্ষেত্রে সঠিক কাজ সম্পাদনের জন্য প্রয়োজন সৃজনশীল ও মেধাবী নেতৃত্ব। প্রয়োজন সৃষ্টিশীল মেধাবী মানুষ। কথাটি বলেছেন-
ক. তাজউদ্দিন আহমেদ খ. শেরে বাংলা এ.কে ফজলুল হক
গ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘ. শেখ হাসিনা উ.
৫৫। If a substance is cohesive, it tends to ——-
ক. Break easily খ. retain heat
গ. Bend without difficulty ঘ. stick together উ: ঘ
৫৬। Which is the meaning of ‘White Elephant’?
ক. A hoarder খ. A black marketer
গ. A very costly or troublesome possession
ঘ. An elephant of white colour উ. গ
৫৭। He insisted — my going there
ক. to খ. on গ. for ঘ. over উ: খ
৫৮। A ‘Myth’ is—-
ক. to খ. on গ. for ঘ. Over উ: গ
৫৯। শিশুর ভাষা শিক্ষার প্রথম মাধ্যম কে?
ক. বাবা খ. আত্মীয়-স্বজন গ. শিক্ষক ঘ. মা উ. ঘ
৬০। Sin is to confess as fault is to—
ক. admit খ. accept গ. consider ঘ. forgive উ: ক
৬১। নিচের কোনটি তৎসম শব্দ?
ক. নারিকেল খ. গেরাম গ. চামার ঘ. মাটি উ. ক
৬২। The reading of history is interesting. এখানে reading কী হিসেবে ব্যবহৃত হয়েছে?
ক. Verbal Noun খ. Gerund গ. Adverb ঘ. Uncountable Noun উ: ক
৬৩।পৃথিবীর প্রধান ধান উৎপাদনকারী দেশ কোনটি?
ক. শ্রীলঙ্কা খ. বাংলাদেশ গ. ভারত ঘ. চীন উ. ঘ
৬৪। নিচের কোনটি জিঙ্ক সমৃদ্ধ ধ
৬৫। যদি (6x-y,13) = {1,3x+2y) হয়, তাহলে (x,y) = কত?
ক. (1,5) খ. (5,1) গ. (2,3) ঘ. (3,2) উ. ক
৬৬। এক কুড়ি আম ৪০০ টাকায় ক্রয় করে ৫% লাভে বিক্রয় করা হল। এর ক্রয় মূল্য ৫% কম হলে কত টাকা লাভ হত?
ক. ৪৫ খ. ৪০ গ. ৩৫ ঘ. ৫০ উ. খ
৬৭। “Felicitation” means —-
ক. To conduct something খ. Readings books
গ. Felling bad ঘ. Expression of good wish উ: ঘ
৬৮। একইসাথে ইনপুট এবং আউটপুট ডিভাইস হিসেবে কোনটি কাজ করে?
ক. মনিটর খ. টাচ্ স্ক্রিন গ. কি বোর্ড ঘ. মাদার বোর্ড উ. ক
৬৯। ’ভাস্কর্য জননী ও গর্বিত বর্ণমালা” – এর স্থপতি কে?
ক. হামিদুজ্জামান খান খ. অখিল পাল গ. মর্তুজা বশীর ঘ. মৃণাল হক উ. ঘ
Primary Assistant Teacher Exam Question Solution 2022 has been given below:
এ সপ্তাহের ভাইরাল সেরা নিউজ দেখতে ক্লিক করুন।
Download Link
সরকারী অর্থায়নে ফ্রি কম্পিউটার আইটি কোর্স করুন , কোর্স শেষে পাবেন সার্টিফিকেট ও ১০,০০০ টাকা বৃত্তি।
আবেদন লিঙ্কঃ আবেদন করুন
Our Website: career.scholarshipcircular.com
You can also check our scholarshipcircular.com Website to get scholarships info.